Skip to content

বর্ষা

বর্ষা,
কলমে – আশীষ গুহ

শৈশবে,
বর্ষা মানে দিন রাত অবিরাম বৃষ্টি ঝরা,
বর্ষা মানে জল থৈ থৈ খাল বিল ভরা।
বর্ষা মানে দিনরাত্রি শুধু ব্যাঙের ডাকা,
বর্ষা মানে স্কুল ছুটি রাস্তা ঘাট ফাঁকা।
বর্ষা মানে বৃষ্টি ধোয়া আমার মায়ের মুখ;
বর্ষা মানে কাদায় খেলা, বৃষ্টি ভেজার সুখ।
যৌবনে,
বর্ষা কালে পেখম তুলে নাচ ময়ূরী নাচ;
প্রকৃতির অপার রূপ, ভরা যৌবনের সাজ।
বর্ষা মানে মরা গাঙে জলের জোয়ার আসে,
শুকনো জমিনে চাষের আশায় চাষী বউ হাসে।
বর্ষা কালে কদম ফুল, গগন ভরেছে মেঘে;
কেয়া হাসে, কদম দোলে বাদল বাতাস লেগে।
বার্ধক্যে,
বর্ষা মানে নিঝুম সময়, একলা বসে থাকা ;
সবাই ছুটছে বাঁচার জন্য, শুধু আমি একা।
বর্ষাকালে সব ধুয়ে যায় ভালো মন্দ লেখা;
সব হারালেও পরে থাকে জীবন থেকে শেখা।

বর্ষার কবিতা,

মন্তব্য করুন