Skip to content

বর্ষা – উত্তম চক্রবর্তী

কালো মেঘে ছেয়ে গেছে
আকাশটা যে বেশ,
সারাদিন আজ সূর্যমামার
যায়নি দেখা লেশ।

ছেলেমেয়ে যায়নি পাঠে
বিদ্যালয়ে তার,
ঘরে ঘরে লুডু খেলায়
ব্যস্ত সময় পার।

শ্রাবণ ধারায় বৃষ্টি চলে
কালোমেঘে ঝড়,
এমন দিনে বাইরে যাওয়া
বিষণ কষ্টকর।

মা-বোনেরা গল্পে মেতে
কাটে সারাবেলা,
মা মনসার পুঁথি পড়ে
কেউবা করে মেলা।

খেটে খাওয়া মানুষগুলো
আছে মহাকষ্টে ,
অবিরাম এ বৃষ্টিপাতে
অলস যাপন কাটে।

প্রকৃতিতে বর্ষা থাকে
দীর্ঘ সময় ধরে,
সব ঋতুকে হার মানিয়ে
দাপিয়ে যায় পরে।

তাং – ০৬/০৮/১৮

মন্তব্য করুন