Skip to content

বর্ষণ

গগনেতে রবি আজ ও ঢাকা পড়ে আছে
কালো মেঘের আড়ালেতে লুকোচুরি মিছে।

বাতাসেতে ধূলিকণা এলোমেলো উড়ে
চোখেমুখে পথিক যেন অন্ধ হয়ে পড়ে ।

ঐ আকাশে গুড়ুম গুড়ুম যুদ্ধ শুরু হলো
নিয়ম মেনে প্রকৃতি তার কাজে রত ছিলো।

বিষণ বেগে বর্ষণে আজ জলে ভরে গেলো
রাস্তাঘাট ও নদীর সাথে সখ্য গড়ে নিলো।

নিমজ্জিত পথেঘাটে ভ্রান্ত পথিক চলে
অসতর্ক একটু হলে ডুবে যাবে জলে।

আশেপাশের গর্তে লোকের বিপদ যেন হবে
হাত-পা ভাঙার ফাঁদে আজি নাহি পড়ি তবে।

ছলচাতুরীর মানুষগুলো অনেক অসহায়
প্রকৃতির এই সৃষ্ট খেলায় কিছু করার নাই।

তাং – ১২/০৬/১৮

মন্তব্য করুন