Skip to content

বরষার হরষে – হিমেল কবি নুরইসলাম নুর

  • by

আকাশে কালো মেঘের ভেলা
দুর্বাদল ওঠে নাচি নাচি
মাটির বুক ফারা হা-হা-কার
আজি বরষার হরষে-
অরন্য কেয়া শিহরায়
ধান্য কিশালয় চির সজীবতা হানে।

গ্রীষ্মের পথিকি-
কাঠ ফাটা রদ্দুরে,
বুক কাঁপে দুরু দুর
বরষার রভষে।

দেখেছি শ্যামলিমা প্রান্তরে-
আকুল তিয়াসায় হাঁকিছিল দু টো গাই,
নিদাঘ তিয়াসায়-
শ্যাম,রাঙা,মুখখানি বিদিশার।

অদুর হতি মায়াবিনী-
সুর তুলি ডেকেছিল;পদ্মপাতায়,
দুটো ব্যাঙ,
“নরহরি,আজি শিশিরেরো নিরবতা”।

আমি তৃষার্ত মাঝি;-
বায়ে চলি নাও,তপ্ত দুপুরে
হাসে নগ্ন নগরী।
ঈসানের মেঘ ঢেকেছে-
বরষার হরষে,
অতল সুপ্তির ধারায়-
ডুবারত,পানকৌরি কি,না,নগ্ন কিশোরী?!।

মন্তব্য করুন