Skip to content

বন্ধু বিদায় – হিমেল কবি

জীবন-প্রভাতি যদি,আজি
যাহি নিভে;আজানের সুর যদি
শুনিতে না পাই।
দেবনাথ যদি নাহি
ছড়ায় আভা-
হিংস্র দু চোখ ঠিক খুজিবে তোমায়।

মোর বাণের বীণে যদি
আজ বাজে-
মোর মরন বীণা!
সেদিনো খুজিবো তোমায়;
অন্তিম মেঘালয়ে,
বন্ধু বিদায়।

অজানা পথ পানে যদি
চাহি থাকি বিরলে;-
নিরালাশ-
হাতছানি দিয়া ডাকিবে বুঝি?
মম বিয়োগ ব্যাথা হেন
বুঝিতে না পাই।
পথের কাটা হব,আমি?
বন্ধু বিদায়!

মম রাজবেশে নিয়ত
কুলীক নদীর বাটে,
ঘাটে তুই নামিস রোজি
আমি পদ্ম পাতার চিরলে হাসি হবো
হে বন্ধু;বিদায়!

ক্ষণিকায় আকা যত ছবি
বিদিশার দিশায়-
অন্তিম আলোক শেশ চির
চেনা পথে;
হয়তো খুজিবো তোমায়,মম
বিয়োগ ব্যাথায়।
পথহারী আমি-
চির নীশিথের দেশে।

মরম যন্ত্রনা মোর
হে বন্ধু;
প্রেম বিষ পিয়া এ ধরত্রির।
মুছাইয়া দেবে বুঝি
আখুজল-
আকুলো সহগায়।
বিদায়ের কালে।
বিদায়!
হে বন্ধু,বিদায়!
বিদায় সারা জনমের তরে।

ভর দুপুরে স্কুল পলায়ন
মাতার আচলে বাধা মুড়কি,
আমি কি ভুলিতে পারি হে বন্ধু?
সায়াহ্নে রাঙা মুখে ফের-
ডাহুকের ডাকে কেটে যাওয়া
যত রাত্রি।

পারবি আমায় থাকতে ভুলে
রোজ ক্ষুণসূটিতে*
ডাকবি বুঝি!
আমি বিজন দেশে আলোর দিশায়
থাকতে হবে ভুলি তোমায়-
পারবো কি?না!জানোই বুঝি।

ক্ষুণসূটিতে-
যদি আসি ছুটে কভু
আর ছেরে নাহি যাবো হায়
বন্ধু বিদায়ের গান গাহি
আজি::যেতে দিতে নাহি
চাই,তবু যেতে দিতে হয়
তবু চলে যায়।

মন্তব্য করুন