Skip to content

ফুল পাখির কাব্য – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

বকুল ফুল, বকুল ফুল
বকুল ফুলের মালা,
বকুল ফুল,বকুল ফুল
মালার বড় জ্বলা।

গোলাপ ফুলে কাটায় ভরা
দেখতে আনেক মিষ্টি,
গোলাপ হল ফুলের রাণী
ফেরেনা তাই দৃষ্টি।

মেঘের কোলে রংধনু ফুল
মিশেতে চায় মটরশুটি,
কলমি ফুলের রঙিন কুঁড়ি
ফুটলো হেঁসে বিলের ঝিলে।

সূর্যমূখি ফুল ফুটেছো রোদে
ঝিরিঝিরি গন্ধ ছড়ায় রিমঝিম
বেলীফুলে মাতাল করে মন
হালকা হাওয়ায় রক্তজবা নাচে।

বৃষ্টি নামে,বৃষ্টি নামে
তল্লী জারুল ফোটে,
ফুলের নাচোন দেখে বনে
দেয়েল পাখি নাচে।

শিমুল পলাশ গন্ধ বিহিন
ভোমরা কেন ছোটে,
শস্য ফুলের হাসি ফোটে
শিশির কনা দেখে।

মনের সুরে গেঁয়ে উঠি
ফুল পাখিদের গান,
মনের ঘুড়ি উঠাই শুধু
ভালবাসার টানে।

ফুলের দেশে,পাখির দেশে
নদীর দেশে,বনের দেশে,
রুপের নাইকো শেষ
সূর্য উঠা সিদুরমাখা ভোর।

দীঘির জলে শাপলা ফোটে
মাতাল করে চোখ,
আকাশ ভেঙে ফুল ফুটেছে
একি বিষণ রোদ।

বাঁশের পাতায় বাজায় বাঁশি
শুকনো পাতার সুর
সূর্য ডোবার রাঙা ফুলো
আঁধার ডাকে বাণে।

পথের ধারে ভাট ফুলে
মন কেড়ে নেয় দুরে
লিখছে ফুলে ফুলের কাব্য
একলা ঘরে বসে।

তালের পাখায় মায়ার ফুলে
পাই যে সুরমা গন্ধ,
পাতার বাঁশী বাজায় ফুলে
ওদের দিব সঙ্গ।

সবুজ টিয়ে ডালিম গাছে
ডালিম ফুলের মৌ,
শিউলি ফুলের মালা গাঁথে
ওরে সোনার বউ।

জলের রংয়ে আঁকা ছবি
ঝরছে চোখের জল,
বাবুই পাখির বাসা দেখো
কত সুন্দর ফুল।

লুকায় ফুলে মালার ভিতর
শুকনো ফুলোর মালা,
সোনালী ফুল সোনা ছড়ায়
বনের মেয়ের দুলে।

বর্ষা এলে, বৃষ্টি নামে
জলের জোয়ার বন্যা,
কদম ফুলের হাসির ঝরে
কোন বেদোনায় লাগি।

কাঁদে ফুলে,কাঁদে পাখি
ভেসে গেছে বাসা,
দানা পানি পায়না খেতে
টুনটুনি তাই কাঁদে।

লেবু ফুলের গন্ধে আমার
মন থাকেনা ঘরে
বকুল ফুলের মালা গাঁথি
ফুলের কান্নার শোকে।

মন্তব্য করুন