Skip to content

ফুটপাত – প্রভাত মণ্ডল

  • by

চিরসত‌্য চিরস্থির
নির্মম বাস্তবিক
যুগযুগান্ত সভ‌্যতার সাথী
দন্ডায়মান ফুটপাতবাসী
নাই কোনো চালচুলো
নাইকো সমাজ
ফুটের এক কোণে
করে বসবাস

ভোরের প্রারম্ভে
স্বপ্ন নিয়ে মাতামাতি
সকাল থেকে চলে
কর্মের পরিপাটি।
নেই কোনো চাওয়া পাওয়া
শুধু অন্ন সন্ধানে ঘোরাঘুরি
কখনো করে চুরি চামারি
খায় পুলিশের লাঠির বারি।
কভু খিদের জ্বালায়
এই দেহ দিয়েছে বেচে
তবু এই দিনের আলোয়
উল্লাসেই থাকে।

সন্ধের অন্ধকারে
মনে আসে গ্লানি
কখনো পুলিশের রাহাজানি
কখনো বা উপর দিয়ে চলে লরি।
ফুটপাতেই জন্ম ওদের
ফুটপাতেই মরণ।

মন্তব্য করুন