Skip to content

ফিরে এসো – কবি মোহাম্মাদ মকিজুর রহমান

  • by

হে প্রিয়,তুমি মোর প্রাণ
তোমাকে নিয়ে আমার স্বপ্ন মনে
হও তুমি মোর ভালবাসার ক্রাণ
অন্তরে তোমার বাসনা,ভালবাসা করিতে পার দান,
কোন সুখে তুমি
চলে যাও মোহনায়
আমি উম্মাদ,তোমার বাসনায়
না বলা কত কথা রয়ে গেছে ভুলে
ভাবি শুধু এককি বসে নদীর কুলে
সর্বনাশা কাল বৈশাখী ঝড়ে, করে দিলো
জীবনের সুখ এলেমেলে তিলে-তিলে!
তুমিতো বিদায়ী সাইক্লোনের ধ্বংসের চিহ্ন
তোমাকে ভুলবো কেমনে
ওগো চাতকিনী, তোমার তৃষ্ণা আমি বুঝিনি
তুমি দিয়েছে মালা,আমি পেয়েছি জ্বালা
আমি বেসেছি ভাল, তুমি দেখেছে কাল
বারে বারে তোমাকে ডেকেছি কাছে
তুমি চলে গেছে দুরে,
তুমি ছলনাময়ী গো! তোমার এ-মনের অন্ত আমি বুঝতে পারিনি
বৃথাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখা
শুধুই মরিচিকার মত লালাচে দুঃখ ভরা কল্পকাহিনী নিয়ে, তোমাকে
খুঁজিতেছি কত গ্রহ- গ্রহন্তরে?
তোমার দেওয়া দুঃখ গুলে আমায় এত কাল ঘুম পেরিয়ে রেখেছিলে,আজ নিশীথে এসেছিল স্বপ্নে ভুল করে মোর দ্বারে
তব তুমি পাল্টে গেছে আনেক,এখনও তোমার সেই হাসি নেই,
পাগলের মত এলেমেলে রুক্ষ চুল
রোগা চেহারাযুক্ত শরীল
চোখের কোনে কালাচে দাগ
আর অনাবরত চোখে কষ্টের জল………
কত সুখে আছে বুঝতে পারলাম
আমি এ চাইনি,আমিতো চাই সুখে থাকো
তোমার সেই সোনালী হাসির উপেক্ষায় আমি এখনও চেয়ে থাকি
আজ মনে পড়ে গেল তোমার প্রথম চুম্বন, যা আমি সইতে পারিনি কঙ্কণের ন্যায়
যেদিন তুমি চলে গেলে দুরে
সন্ধান করি পৃথিবীর পথে, হে প্রিয়া তুমি কি বলবে
কি বাসনা ছিলে তোমার মনে?
তোমার কিসের অভাব ছিলে?
কি সুখের আশায় তুমি ছুটেছিলে?
আজ কেন কাঁদো হে প্রিয়া?
কি দুঃখ তোমার মনে? কেন এত যন্ত্রণা?
কে দিলে তোমায় ব্যথা,কারে পরালে মালা?
কোথায় ছিলে এত কাল? কার সাথে?
সেকি তোমায় ভালেবাসিনি?
আমিতো পথের মানুষ,আমার নেই কোন সম্বল
তোমাকে দেবার মত কিছু নাই
আমি আজ বিরহ্ কাতর
কি আশায় আমার মোহনায়
এলে সখি বল,খুলো দিলাম আমার ভালবাসা দ্বার!!!
নাকি অন্য কোন নতুন ছলনায়,আমাকে জড়াবে,তাই এসেছে গভীর নিশিতে
ডুবন্ত চাঁদের রাত্রি আঁধারে
আমার দ্বারে কিন্তু, কোন?
তুমি কি চাও?হে প্রিয়া!!!
তুমি উচ্চ বিলাসী নারী
তোমার কিসের অভাব
মজনু চেয়েছিলে লাইলিরে
উন্মাদ হয়ে রাস্তায় ঘোরে আজও
প্রণয়ে ব্যথা,কত যন্তনার ঝড় বয়ে তার মনে,
সেকথা নিশ্চয় জানে,তবে তুমি যদি চাও?
আমি ভালবাসার বিদ্রোহী বীর হে প্রিয়া
তোমার লাগি আজ খুলে দেব বক্ষ
করিবো তোমার সুখের জয়
আমিতো শিশু নয়, একটা রঙ্গিন কাগজের ফুলে ভুলে যাব সব,
আমিতো বালক নয়,একটা দামী গিফটে থেমে যাবে কান্না,
আমি ভালবাসার বিদ্রোহী প্রেমিক
আমি আনিবে ভালবাসা মালা জয় করে
আমি তিরিশ বছরের দুরন্ত যুবক
আমার আছে দলে দলে দুঃখের সৈনিক
কষ্ট আমার কামান আর বেদোনা আমার বুলেট,
আমি আমার ভালবাসা চাই,
তুমি যতই ভুলে যাও, আমি তোমাকেই ভালবাসবো’ই-
আমার জীবনের দুঃখের কারাগারে,তোমার ভালবাসার কয়াদী বন্ধী করে ছাড়াবেই!!!
একবার ফিরে এসে প্রিয়া,
তুমি দেখ ভালবাসার বিশ্ব আমি করিব জয়,
একবার ভালবাস,দেখবে তোমার কাননে আমি রচিব ভালবাসার সেই গান।

মন্তব্য করুন