Skip to content

ফিরতি ট্রেন -এফ এইচ সজল

  • by

দশ-ই শ্রাবণ বরষা কাল
তুমি আসবে বলে সব ব্যস্ততা ছেড়ে
দাড়িয়েছি স্টেশনের চত্বরের এক কোণে
কখনো মেঘ কখনো বৃষ্টির তুমুলযুদ্ধ
বিকেল গড়িয়ে গেছে অনেক আগেই
মূষুলধারে বৃষ্টির জন্য
বোঝা যাচ্ছেনা সময়টা এখন কত
বিদ্যুৎ নেই সকাল হতেই
আযানও ভেসে আসছেনা কানের কাছে।
মনে হচ্ছে অনেকটা সময় কেটে গেছে
বৃষ্টি হলেও বোঝা যাচ্ছিলো না সময়টা
সন্ধ্যা হতে অনেকটা সময় বাকি
তুমি আসছো না?
ট্রেন একটার পর একটা আসছে, সেদিকে ছুটছি
কতজন নামছে, চেয়ে চেয়ে দেখছি
তুমি নামছো না? ভারাক্রান্ত মন নিয়ে
আস্ত আস্তে হেঁটে বেঞ্চে গিয়ে বসছি
আবার অপেক্ষায় থাকছি ফিরতি ট্রেনের জন্য।
সন্ধ্যা পেরিয়ে যায়
অপেক্ষা বাড়তে থাকে পকেট শূন্য হতে থাকে
সিগারেট চা এর মাত্রা বাড়ে
দমবন্ধ হয়ে আসতে চায়
তুমি আসতে চাওনা…..?
কতকিছু করি কতকিছু ভাবি
আবার একটা সিগেরটা জ্বালাই
দূরে সর্বোশেষ ট্রেনের হুইসেল
মন-টা আঁতকে উঠলো-এবার সত্যি সত্যি আসছে
দৌড় দিতেই হাত থেকে সিগারেট ফেলেদেই
সিগারেট পছন্দ করো না তাই-
হতবাক হয়ে দাড়িয়ে রয় অস্থির হয়ে উঠি
একে একে সব যাত্রী নেমে পড়লো
নিকটাত্মীয়রা লাগেজ নিয়ে চলে গেলো
ট্রেনটি রানওয়েতে চললো..
ঝক ঝক করে চলতে চলতে ট্রেনটি হারিয়ে গেলো।
চারদিকে নৈঃশব্দ্য
একমাত্র আমি-ই একজন মানুষ
যার চারপাশ অথৈই শূন্যতাকে ঘিরে ধরে আছে
একাকীত্ব গিলে গিলে খাচ্ছে
বেরুতে পারছিনা যেতে পারছিনা…
একদিন তুমি শ্রাবণের এই দশ তারিখে বরষা কালে
সব ছেড়ে এখান হতে হারিয়ে গিয়েছিলো
তারপর থেকে রোজ আসি
প্রত্যেকটি দিনকেই শ্রাবণের দশ তারিখ-ই মনে হয়
প্রতিদিন কত ট্রেন আসে কিন্তু তুমি আসোনা……!!
এফ এইচ সজল
২৫ ফেব্রুয়ারি ২০২১ ইং।

মন্তব্য করুন