Skip to content

প্রেমের পৃথিবী – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

কত ভালবাসা ভরা,মোর সুখের স্বপ্ন
জড়িয়া রহিয়াছে ভুবন জুড়িয়া নীড়ে
কত ফুল ফোটে,কত পাখি গান করে
কত হাসির মাঝে বসন্ত এসে যায় সুখে।

মনের প্রান্তর জুড়ে,ভালবাসা মিশে রয়
চাওয়া পাওয়া সকলি আজ দিয়েছে ধরা
যেখানে যাই শুধু ভালবাসা দেখিবার পাই
মনের সুখে গান এসে যায় পথিকের মনে।

কতনা যতনে নিয়তি বেঁধেছে আশার নীড়
দুটি জীবন একসাথে,রবে সুখের এই ঘরে
আকাশে বাতাসে মিশিয়াছে অন্তর জুড়ে
এত ভালবাসা দুজনা’র মনে,রহিয়াছে।

আবার, এক মুঠে প্রেম,করে মোরে দান–
তোমারি লয়ে ভাসিবে আমি চির অনন্তে
তোমার বারেক ভিড়াও প্রেমি,ভুল করে’না
এক চিলতে সুখ আছে মোদের জীবন জুড়ে।

পুরণ হয়েছে আশা ভবে,আজি শুভ যুগ
অন্তরের বিনিময়ে অন্তর দিয়ে ভালবাসি
সুখের ভেলায় চড়ে,ভেসে বেড়াই জগতে
কোন বাঁধা নাই জীবন চলার পথে আজি।

একটি প্রাণের ভালবাসা ভরে যাবে লক্ষ প্রাণে
বসন্তের ফুলে ফুলে,কানন গিরি পাখির গানে
অন্তরঙ্গ তোমার হৃদয়ের নীড়ে,থাকবে সুখে
দুরন্ত জীবনপথে থাকবে ভরে পথে পথে।

পাহাড় নদী ঝর্ণাধারা রবে মিশে সকল আদর মমতা
একসাথে রহিবে তোমাতে আমাতে সৃষ্টিতে মিশিয়া,
আকাশে গাঁইবে পাখি আমাদের জয় গান সারাবেলা,
রাত্রি জুড়ে অজস্র তারার মাঝে থাকবে ভালবাসা।

নদীর কূলে সাগর জলে মিশে উড়ে যাব আকাশে
মেঘের হয়ে ভাসবে শুন্যে ভালবেসে,আবার বৃষ্টি
হয়ে ঝরবে প্রেমের টিপ টিপ শব্দে সুখের নীড়ে
আমরা থাকিবে দুজনে একসাথে মিশে

সকাল সাঝে আমরা গাঁথিবে প্রেমের মালা
ভালবাসার বাঁধনে বাঁধিবো নিখল গগন তারা
গ্রহ গ্রহন্তরে অর্ধ কোটি বছর ধরে আমরা ছুটিবো ভালবাসার মাতিয়া, মাতোয়ারা মনে।

অন্তরে যাদি আসে ব্যথা,আশ্রু ঝরায় বাদল
আনিবো খুজিয়া ভালবাসা গহীন ও খরা
মহাবেগে কোলাহল করে চাইবো তোমার প্রেম
দুটি জীবন মোদের একসাথে গাঁথা থাকবে
বিশ্ব ভুবনে আমরা থাকবে অমরন।

মোদের দিয়েছে কত ভালবাসা বিধাতা
সুন্দর মন প্রাণ চেতনা,প্রেম ভালবাসা
সুখ আর দুঃখ প্রেম আর বিরহ্
অপমান যন্ত্রনা,কষ্ট নিরাশা
সবি একি সুতার মালা।

তোমারে ডাকি কতরুপে,জন্ম থেকে জন্মান্তরে
জীবনে মরনে ধর্ম কর্মে চিত্ত চেতনায় তুমি আছে
পথ যদি ভুলে যাই দুঃখে,বাঁধিতে পারিনা নীড় সুখে।
প্রেম তো জীবনে আমার গাঁথিয়া সুখের মুক্ত মালা।

মানুষ মানুষে প্রেমের গীতিহার,কোন ব্যবধান নাই
জননীর প্রেমে মাতাল আমি হয়েছি আজ
আমার নিশিতে জাগারণে,স্বপনে,ধ্যানে চিত্ত চেতনায় মিশে আছে মায়ের মততার আদর
জানে পৃথিবীর আকাশ বাতাস,বৃক্ষ তরু বনে।

উচু নিচু বলে কিছু নেই,আমরা এক মায়ের সন্তান
অহংকার করিনা যেন মন,হিংসা যেন থাকি দুরে
কুল মান কতকি? এসবে হয়না ভালবাসা
ছোট বড় নয় কেউ,সবাই আমারা সমান
ভালবাসা সবার মনে যাদি থাকে,ভালমনে
বিশ্ব ভুবনে রহিবেনা কেন ব্যবধান।
হাসিবে মানব জনম চিত্ত নয়নে।

মন্তব্য করুন