Skip to content

প্রেমিক আয়না – মল্লিকা রায়

শেষ বেলাতে চুল ঝেড়ে যেই অায়নামুখো
আলতো হাসি সেই ইশারা,

টিপ পরোনি ?

আচল ভেজা নামিয়ে যখন ব্লাউজ সায়া–
মরণ এল জাপটে ধরে বুকের পাজা,
চোক্ষে তখন খেলছে ঝোপের পাগলপারা
শেষ আলোকের ঝটকা লাগা সেই খালি গা
এলো চুলের গন্ধে বিভোর

কি তেল মাখো ?

তুলছে যেমন পোজের ছবি
লাজেই মরি এই অবেলায়

মরণ কি চায় কিশোর ছবি ?

রাতের শেষে মেঘের চাদর রং বুনেছে
প্রহর ছেড়ে সঙ্গগুলো রুপসা হয়ে
জল নদীতে আঁতর দানের টিপ পরেছে
ভোর প্রভাতে ঝিনুক খুজে কোচর ভরে-
এক একটা রাত পারিজাতের কেউর হয়ে
দেহের খাঁজে সপ্তনরী হার দুলেছে।

হাসছে মরণ অঙ্গদানের চিনচিনে রোম
বক্ষমাঝে লক্ষ উথাল কাঁসর বাজে
জাপটে ধরি শিরার কাপন শক্ত হাতে

লাগছে তো বেশ !

দরদরিয়ে ঘাম জমেছে
আঁচল তখন জড়িয়ে কোমড় সাবেক সাজে
আলতো আলো বক্ষ আগল টোপ ফেলেছে
ঝট্ করে যেই ঠোট জড়িয়ে অাদর দিলো-
মরণ আমার প্রেমিক বনেই উধাও হলো।

মন্তব্য করুন