Skip to content

প্রশ্রয় – দেবাশীষ ভট্টাচার্য

কারো প্রতি কোন ভরসা নেই আর,
কারা যেন পুড়িয়েছে মন ,কান্নায় জেরবার,
আশার পারদে ঠাঁই, কদাকার ইতিহাস,
গানের ছুৃঁতোয় হৈ চৈ, মানুষও খাচ্ছে ঘাস!
একের পর এক আসছে নাটুকে সৈনিক,
পাঁকের পদ্ম যত, সময় বেছে দিক,
বলে বলে হয়রানী, বেরিয়ে পরেছি খোঁজে,
তোমার ছেঁড়া পকেট, শুধুই দৈন্যতা বোঝে !.
বয়কট হোক সৃষ্ঠাচারের মন্ত্র কলমের ভাঁজে,
জীবনের শত শত খতিয়ান, হিসেব মেলানো আছে ,
একবার মিশে দেখতে চাই আবার, মানুষের দলে ,
সব চলে গ্যাছে নিমেষে, –
তুমি বলো পালাই সব ছেড়ে,
আমার মন একেই লড়াই বলে !

মন্তব্য করুন