Skip to content

প্রথম দেখা

যেদিন প্রথম দেখি তোমাকে-
কি যেন কি প্রয়োজনে
এসেছিলে আমার পানে
ছিলে যতক্ষণ তোমার রুপের-
আলো ছড়িয়েছো ততোক্ষণ
তোমার আলোয়- ভরিয়ে দিলে এই মন।

তোমার চাউনি- করেছে মুগ্ধ আমায়
সেই টানাটানা চোখ মায়াবী চাউনি
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।
তুমি লাজুক লাজুক চোখে দেখছো আমায়
চোখে চোখ পড়তেই-
ফিরিয়ে নিলে অন্য দিকে।

আজো ভুলতে পারিনি
তোমার সেই চাওয়া, ঐ দুটি চোখ
পূর্ণিমার চাঁদের মত সেই মুখ খানি
গোলাপের পাপড়ির মত-
তোমার দুটো ঠোঁট
যেন অমৃত সুধা করেছি পান

যখন চলে যাচ্ছিলে
কি যেন কি ভেবে পিছনে ফিরে তাকালে
যেন কিছু বলবে আমায়
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।

মন্তব্য করুন