Skip to content

প্রতীক্ষা—- অপর্ণা বসু

  • by

শীত চলে গেল
এবারেও আমার যাওয়া হলনা
আবার বসন্ত আসছে অনেক স্মৃতি নিয়ে
আমার খাবার পরিবেশনের মুহূর্তে
তোমার উদাত্ত গলায় কোন এক গাঁয়ের বঁধু
কান ভাসাচ্ছে
পৃথিবী জুড়ে নেমে আসছে বসন্তসকাল
শুধু আমাদের দীর্ঘ বসবাসে আর রোদ লাগেনা
বারান্দা বাগান শুকিয়ে গেছে
নির্বাক তুমি আছ শুধু দেওয়াল জুড়ে
সত্যি করে বলনা
আমি তোমার কাছে কবে যাব ?

মন্তব্য করুন