Skip to content

প্রতিষোধক জীবাশ্ম

তুই হয়ে যা ফুল ফুলের মতো একা

আমি বরং থাকি পাহারাদ্বার কাটা

খুলে দে কলি বিরহ পল্লবি

ছুঁয়ে সাত মৌ হবি জোনাকির বৌ।

তুই উড়ে যা ঘুরে ঘুরে খা

সুরভি দেশে কে ভয় পোষে?

অন্ধ ভোরে দু হাত ভরে

শঙখ জ্বালা মুক্তো ফলা।

আমি বরং আপন মুখোশে ছবি আঁকি

আমাকে গুছিয়ে রাখি

আমার পুরুষে বেড়ে ওঠা অদ্ভুত গোপন ধর্ষক চিহিৃত করে ডাকি

আলোর ভালোর থেকে প্রতিষোধক জীবাশ্ম আর নেই মানুষের চরাচরে তার থেকে ভাল অশত্থ আরহী বিশুদ্ধ স্বজন নেই বাতাসের ঘরে।

1 thought on “প্রতিষোধক জীবাশ্ম”

  1. মাহামুদুল হাসান

    সংশোধন করা হল।

    প্রতিষোধক জীবাশ্ম

    তুই হয়ে যা ফুল ফুলের মতো একা

    আমি বরং থাকি পাহারাদ্বার কাটা

    খুলে দে তোর কলি বিরহের পল্লবি

    ছুঁয়ে সুরভি মৌ হবি জোনাকির বৌ।

    তুই উড়ে যা ঘুরে ঘুরে খা
    বন্ধু দেশে ভয় কে পোষে?

    অন্ধ ভোরে দু হাত ভরে

    শঙখ জ্বালা মুক্তো ফলা।

    আমি বরং আপন মুখোশে ছবি আঁকি

    আমাকে গুছিয়ে রাখি

    আমার পুরুষে বেড়ে ওঠা অদ্ভুত গোপন ধর্ষক চিহিৃত করে ডাকি

    আলোর ভালোর থেকে প্রতিষোধক জীবাশ্ম আর নেই মানুষের চরাচরে

    তার থেকে ভাল অশত্থ আরহী বিশুদ্ধ স্বজন নেই বাতাসের ঘরে।

মন্তব্য করুন