Skip to content

প্রতিবাদ – নীলুফা বেগম

আমি নজরুলের হুংকার
রবিন্দ্রনাথের প্রতিবাদ
আমি সুকান্তের বিদ্রোহী কলম
দাউদ হায়দারের লেখনী
আমি জংগীবাদের মৃত্যুদুত
যেখানে অন্যায় আর অত্যাচার
সেখানেই বাজে আমার পদদ্ধনি
আমি এক অতদ্র প্রহরী

আমি আফগানিস্তান থেকে পাকিস্তানে
পাকিস্তান থেকে বাংলাদেশে
আনবো শান্তির সুবাতাস
জংগীবাদীর আগ্রাসন থেকে
বাঁচাবো আমার বাড়ি বাঁচাবো তোমাদের পৃথিবী

হে আমার প্রিয় সন্তান
গীর্জায় আহাররত মানুষের প্রান কাড়তে গিয়ে
নিজে হলে বলিদান
চেয়ে দেখ তোমার নেতার ভরছে উদর
হরেক রকম খাদ্য সম্ভারে
কাটছে জীবন নারী ভোগ আর বিলাশ বহুল আয়েশে
অন্ধের মত নিজের প্রানটা উৎসর্গ করলে
খুনির খাতায় নাম লিখিয়ে

আমি চেঁ গুয়েভরা
কিউবা থেকে বলভিয়া আমার পদচারনা
বলভিয়া ছেড়ে
আরব ভুখন্ডে জংগীবাদীর মুখোমুখি দাঁড়ানো
এক বীর সৈনিক আমি
রুখে দেব জংগীবাদীর নিরপরাধ মানুষকে হত্যা করা
যেখানে ধর্মের নামে জীবন নিয়ে হয় রক্তের হোলি খেলা

1 thought on “প্রতিবাদ – নীলুফা বেগম”

মন্তব্য করুন