Skip to content

প্রতিদিন আমি আকাশ দেখি – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

প্রতিদিন আমি আকাশ দেখি
সকালে নীল আকাশে পাখি উড়ে
সাদা মেঘের ছুটাছুটি আপন মনে
ক্লান্ত দুপুরে প্রখর সূর্য তাপে আকাশ দেখি
মাঝে মাঝে ভাবি পাখির মত স্বপ্নে উড়ি আকাশে—-
হে আকাশ তোমার সীমানা কত দুর,চোখের পলক পড়েনা,
আবাক হয়ে দেখি তোমাকে বারেবারে!!!
কোথায় শুরু কখনও প্রাণপণে দেখিনি
সমীকরণ করে সুত্র মেলাবার চেষ্টায় পেরেশন হয়ে যাই,
আর মাঝে মধ্যে জোছনা রাত্রে তোমাকে দেখি বলি,
আমার মৃত্যু পর্যন্ত, তোমার সাথে আমার প্রেম থাকবে,
মুক্ত আকাশ দাও তোমার সীমানার সন্ধান
পৃথিবী থেকে আর কত দুরে,
কোন এক শান্ত বিকালে
সবুজ মাঠে তোমার হতে এসেছিলে শান্তির বারি
আমি ভেবে ছিলাম তুমি বুঝি শুনেছো আমার মিনতি!
সকালে ঘুম ভেঙেই তোমাকে দেখি
আমার দু নয়নে তোমার ছবি ভাসে—-
পৃথিবীর প্রান্তর জুড়ে সভ্যতার শূণ্যে তোমার
অসীম সীমনা বন্ধী আমার আঁখির মাঝে।

মন্তব্য করুন