Skip to content

প্রকৃত মানুষের গুনাবলী -(মাহ্ফুজ নবীন)

অক্ষর চিনে লিখে
কেউ হয় যে অক্ষর জ্ঞানী
পড়া লেখা না
পারলে সে নিরক্ষর প্রাণী

যে বিদ‍্যা শিক্ষা
গ্রহন করে সেই শিক্ষিত
বিবেক জ্ঞানে
শিক্ষা অর্জনে সুশিক্ষিত

শিক্ষিত হলেই
ভেতরে থাকে না জ্ঞান
শিক্ষা না থাকলেও
কেউ হয়না মূর্খের সমান

মুখস্ত বিদ‍্যায়
সাময়িক অর্জনে অতীত
বুঝে শুনে জেনে
পড়লে দক্ষতায় পন্ডিত

সুশিক্ষিত যারা
সবাই নিজেরা স্বশিক্ষিত
সমাজে এরাই
বেশি নিগৃহীত হয় বঞ্চিত

বুদ্ধির উপস্থিতি
সর্বত্র থাকে চতুরের চোখ
বুদ্ধির উৎকর্ষ
সাধনে পটু মনীষী লোক

তাৎক্ষণিক দূরদর্শীতা
কাজে লাগানোই দক্ষ বুদ্ধি
জ্ঞান হলো প্রমাণিত
চালিকাশক্তির এক উপলব্দি

চিত্তের জাগ্রত
চেতনার নাম হলো বিবেক
উদ্ভূত অনুভূতির
অন্তর্নিহিত প্রকাশই আবেগ

নীতি আদর্শ
শিক্ষা মানবিক- চারিত্রিক
সুনাম কুড়োয়
মানুষের আমরন জাগতিক

প্রকৃত মানুষের
থাকে শিক্ষা জ্ঞান বিবেক বোধ
অমানুষের থাকে
জঘন্য অপরাধ ধ্বংসের ক্রোধ।

মন্তব্য করুন