Skip to content

—–কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*********************************
এক প্রাণহীন মরিচিকার পাশে বসে আছি
বাকরুদ্ধ পৃথিবীর কণ্ঠস্বর, প্যারালাইজ হৃদয়ের ভাষা!
তবুও মরিচিকার দিকে চোখ,

এক প্রাণহীন মরিচিকার পাশে বসে আছি
বিলুপ্ত বাগানের ফুল, বিলুপ্ত ফুলের সুবাস
জোনাকি পোকারা জ্বলে না আর দিবসের আড়ালে
পূর্ণিমায় কাঁশবনের শুভ্র সৌরভ দেখি না আর!

এক মিথ্যের জটাজুটে অবরুদ্ধ প্রেমের শব্দগুলো
হৃদয় থেকে খসে পড়ে অগ্নি ঝরা রক্ত ফোটা!
পুড়ে ছাঁই হয়ে যায়—তবু কেউ নেই
তবু কেউ শুনে না—গহিন হৃদয়ের কান্না!
এক প্রাণহীন মরিচিকার পাশে বসে আছি একা—

পৃথিবীর মরিচিকাগুলো দ্রুতই জেগে উঠছে
সোনালী আবরণে!—শুধু হৃদয় বুঝে না
এ যে ছলনা, শুধুই ছলনা-
অহংকারী প্রাণগুলো ধুলো বালির মতো উদ্ভাস্তু-
উড়ে বেড়ায় দিক থেকে দিগন্তে- পতনের দিকে

পূর্ণিমার দিকে চোখ, চেয়ে আছি-
এ শুন্যপ্রাণ খুঁজে বেড়ায় তোমাকে–শুধু তোমাকে
জেগে ওঠো রাত্রির আঁধারে এক ফালি চাঁদ—চকচকে ।
—২৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন