Skip to content

পূজোর মজা

এবার পূজো কেমন যেন এলোমেলো সৃষ্টিছাড়া
এবার পূজোয় ঘরের ভিতর, চলবে না ভিড় করা।
রাত্রি জেগে ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজা খোঁজা
এবার হবে বেবাক বাদ, অনলাইনে হয় কি মজা!
করোনা যে ঘুরছে পথে ছদ্মবেশে বড়ই পটু
ভিড় দেখলেই ধরবে চেপে হুজুগপ্রিয় কোনো হাঁটু।
হাসপাতালে জায়গা অমিল,নার্সবোনেদের ব্যস্ত শিডিউল, ভিড় করে তাই এবার যেন আমরা আর করি না ভুল।দুঃখ হবে, কষ্ট হবে, তবুও সেটা একটা বছর,বাঁচলে জীবন আবার হবে উৎসবেরই আড়ম্বর।
পূজো এবার ঘরের কোণে পূজো এবার হৃদয় কোণে
পূজো এবার মায়ে পোয়ে , এবারে থিম নির্বাসনে।
দুঃখ শুধু রইল মনে, সাজের কদর এবার বাদ
এবার দেখা ফেসবুকেতে , নেটেই নেবো প্রেমের স্বাদ।

বন্ধু তুমি বাদ সেধো না, যতই তোমার যুক্তি থাক
এবার বন্ধু ঘরেই থেকো , একটা বছর বাদই যাক।

///////////////////////////////

মন্তব্য করুন