Skip to content

পিকনিক – রাজেশ সেন

আমাদের পিকনিকের বাসটা দাঁড়াতেই
দৌড়ে এলো ওরা।
মিশকালো অশক্ত শরীরগুলো
শীতের শিশিরভেজা সকালেও
খালি পায়ে, অর্ধেক খালি গায়ে
কিচিরমিচির করে চলে –
“জল এনে দেব, বাসন মেজে দেব
শুধু একটু খেতে দিলেই হবে।”
আমার নতজানু চেতনাও কেঁপে ওঠে।
অর্ধেক কাপড়েও কিন্তু কাঁপে না ওরা।
অভ্যস্ত চোখের বন্দরেও অনাহূত অশ্রু ভিড় জমায়
কুয়াশাঘেরা সকালেও চোখ ঢাকি রোদচশমায়।
ভুখা মিছিলের পাশে চড়ুইভাতির দুঃস্বপ্নে
অপরাধ বোধের আগুনে জ্বলতে থাকি।
হত-দরিদ্র মানুষগুলোর সামনে বাকরুদ্ধ হয়ে
কোনোমতে বাস থেকে নেমে, হাঁটতে থাকি
পালাতে থাকি, দূরে বহুদূরে
নিজের অস্তিত্বের দৈন্যতায় তলিয়ে যেতে থাকি।

মন্তব্য করুন