Skip to content

পলিমাটির সৌরভ : রবিশঙ্কর মৈত্রী

পলিমাটির সৌরভ

আশ্বিনের নতুন বাতাসে
নরম জলের গন্ধ ভেসে আসছে
ভেসে আসছে নতুন বীজের গান।
দক্ষিণের সমুদ্র থেকে
পশ্চিমের দ্বীপ থেকে
পুবের গঞ্জ থেকে
ফিরে আসছে পুরোনো মহাজন
রবিশস্যের মাঠে ফিরে আসছে
গত আকালের ধানশালিকের দল।
অবসরের চিঠি নিয়ে
দাম্ভিক কর্মকর্তা ফিরে আসছে
নতজানু মুখে
মনোনয়নহীন নেতা ফিরে আসছে
বাসন-কোসন আর আসবাব নিয়ে
পাটের নৌকা ফিরে আসছে।
মানুষের কণ্ঠ ফিরে আসছে
বাউলের গান ফিরে আসছে
কৃষকের লাঙল ফিরে আসছে
সকল অহংকার চোখের জলে ভিজিয়ে নিয়ে
ফিরে আসছে দলীয় অধ্যাপক।
পথহারা বিড়ালগুলো ফিরে আসছে
প্রভুহারা কুকুরও আসছে ফিরে;
লণ্ঠনগুলোয় আলো ফিরে আসছে
পলিবাহিত মাঠে মাঠে
ফিরে আসছে নতুন আবাদ
নতুন ফসল, সবুজ মানুষ।

১লা অক্টোবর ২০১৮
আলেস, ফ্রান্স

মন্তব্য করুন