Skip to content

পরী’দের উড়তে দাও -(মাহ্ফুজ নবীন)

পরীদের উড়তে দাও
দাও মনের দিগন্ত হয়ে
গগনের সমস্ত নিহারিকা
গ‍্যালাক্সি, মিল্কিওয়ে, নক্ষত্র,
ব্লাকহোলের কিনারা ঘেঁষে
পৃথিবীর কক্ষপথে—!
পরী’রা তো উড়বেই!!
সঙ্গে উড়বে আমার- তোমার মন

কখনো কোমল স্পর্শে হঠাৎ
অগোচরে করবে-
স্তম্ভিত, উৎজীবিত
পুলকিত; কখনো কল্পনায়!
পরীদের উড়তে দাও

ধরে নাও পরী’রা আর অর্থে হয় না আকর্ষিত
যদি হয় একাধিক বিয়ের রীতিও পৃথিবী থেকে উধাও
ভেবে নাও সমস্ত পতিতা পল্লী নিরুদ্দেশ!
মনে করো তুমি টাকা থাকলেই
যা ইচ্ছে তাই আর করতে পারছো না
তাই “পরীদের উড়তে দাও”

পাপ কখনোই পৃথিবী থেকে হবে না নিশ্চিহ্ন!
জানি পাপিরা নির্ঘাত স্রষ্টার কাছে জঘণ্য!
শুধু বিচার হবে বিবেক জ্ঞান আর মনুষ্যত্বের!

জানি মনুষ্য ভাগ‍্য পূর্ব থেকেই নির্ধারিত
জানি উপদেশ লাগছে না কোন কাজে, ভ্রষ্টার!
জানি পরী’রাও পরে আইনের বেড়াজালে
তবুও কি পরী’রা পৃথিবীতে
না উড়েই থাকতে পারে?
তাই “পরী’দের উড়তে দাও”
প্রয়োজনে ট‍্যাক্স, ভ‍্যাট, করের দাও নির্দিশিকা!
“যৌবিক চাহিদায় আসক্তির প্রয়োজনীয় শৃঙ্খলে”
“পরী’দের উড়তে দাও”।

মন্তব্য করুন