Skip to content

পরিহাস – প্রভাত মণ্ডল

  • by

ঝরছে রক্ত অন্তর অবিচল
হাতে তরোয়াল বন্দুক বোমা নিয়ে
শুরু কর ধর্ম যুদ্ধ
আল্লা থাকবে না ভগবান
তোর ধর্মগুরুর আদেশ মান
দুই একটা লাশ ফেলে যে
ঘরের পর ঘর পুড়িয়ে দিয়ে আয়
ফিরে এসে দেখ ঘরে তোর ভাইএর
নিথর দেহটা পড়ে
তোর মা বাকরুদ্ধ হয়ে আগলে
ধরে আছে দেহটা
কাঁঢা রক্তের গন্ধ তখনও
তোর শরীরে
বুদ্ধিদীপ্ত মস্তিস্ক থেকে নিগত
ভাইরাস
যা তোদের গ্রাস করেছে
তোদের অবুঝ মন
এটা ঠান্ডা ঘরে বসে পরিকল্পনা
ক্ষমতার লড়াই
চালা ধর্মযুদ্ধ, ফেল লাশ
ওদের কিচ্ছু হবে না
ওদের প্রশাসন বডিগাড
তোর ভায়ের লাশ নিয়ে
চলবে খেলা
মরেও তোর ভায়ের নিস্তার
নেই আজ
তুই খেতে না পেলেও
দুই একটা ফেল লাশ
হয়তো তুইও হবি কোনদিন নিথর
ধর্মযুদ্ধ আগামী দিনের
পশ্চিমবঙ্গের ইতিহাস।

মন্তব্য করুন