Skip to content

পথিক – জামাল আনসারী

গোলক ধাঁধাঁয় পড়ে——
পথিক,তুমি কি হারিয়াছো তোমার চেনাপথ?
অন্ধকার গলির পথে খুঁজে মরছো,
হারানো সেই পথের ঠিকানা।
একপথ থেকে অন্য পথে চলে এসেছো,
তাই হারিয়াছো তোমার চেনাপথ।

জীবন সমুদ্রপথে হাল ভেঙে যে নাবিক হয়েছে দিশাহারা,
সে কি আর জীবন সমুদ্র পাড়ি দিতে পারে?
হতাশায়,নি:সঙ্গতার কবলে পড়ে
ব্যর্থ চেষ্টায় শুধু মরে।

পথিক, এখনোও সময় আছে——
দিবাস্বপ্ন এ কেন আছো তবে ভুলে?
জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে এগিয়ে যাও,
নতুন সুর্যোদয় হবেই নিশীথ রাত্রির অবসানে।
বিদ্যুৎচমকের আলোয় বাড়ে শুধুই অন্ধকার,
হঠাৎ চোখে আলোর ঝল্ কানি….
পদে পদে বাধার সম্মুখীন হলেও পথিক,
দুর্গম গিরি,পাড়ি দিতে হবে তোমকেই,
করো না ভয়,এগিয়ে চলো পথিক,
একদিন ঠিকই পৌঁছে যাবে তোমার চেনাপথে।

মন্তব্য করুন