Skip to content

নেশাগ্রস্থ সমাজ – প্রভাত মণ্ডল

আনত ভঙ্গিমায় ভূমি স্পর্শ করেছে দিনান্তের রোদ,
গোধূলির উজ্জ্বল মুখটা সীমাহীন আকাশে অনন‌্যা,
অস্থিরতা আনে শ্বেতাঙ্গ সুন্দরীর অদ্ধ উন্মুক্ত বক্ষ বারুদ
নিবন্ত প্রদীপের স্পর্শময় উপস্থাপন,
তমসার উল্লাসে এখন একুশির পূর্ণ যৌবনা,
ঝলসানো মাংসপিণ্ড, চারিদিকে সন্ত্রাসের উন্মাদনা,
আত্মচেতনাও এখন মদের বোতলে নেশা গ্রস্ত,
কলম আজ দিশাহীন,নির্বাক, দ্বিধাগ্রস্ত,
দোয়াতে কালি ছিটিয়ে আঁকিবুকি মরচে ধরা সমাজের পটচিত্র।

1 thought on “নেশাগ্রস্থ সমাজ – প্রভাত মণ্ডল”

মন্তব্য করুন