Skip to content

নীরু – প্রভাত মণ্ডল

  • by

নীরু
,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রভাত মন্ডল
,,,,,,,,,,,,,,,,,,
রাতের বিভীষিকাময় অন্ধকারের অন্তিমলগ্ন
পূর্বের আকাশে দেখা যায়
পলাশ রাঙা সূর্য‌্যের লাজুক মুখ
হয়তো কোনো নববধু সারারাত
প্রিয়ে সঙ্গে প্রেমালাপন করে নিশ্চিন্তে নিদ্রারত
রাস্তার কুকুরগুলো সারা রাত জেগে বিশ্রাম নিচ্ছে
ডাহুক পাখি কুব কুব ডাকে ভোরের আজান পড়ছে
নীরু তুমিও হয়তো এখনো সুখের নিদ্রা দিচ্ছো
আর আমি ওই পলাশ রাঙা সূর্য‌্যে তোমাই খুজেফিরি
কারাখানার ছাড়া ডাস্টের কুয়াশাচ্ছন্ন মেঘে
না পাওয়ার ব‌্যথায় মন বিষন্নতাই ভরা।

মন্তব্য করুন