Skip to content

নিস্তব্ধ আগুন – প্রভাত মণ্ডল

  • by

নিঃশব্দের রাত স্তব্ধ বাতাস
চাঁদ বুড়ি চড়কা হাতে
সু্তো কাটতে ব‌্যস্ত ভারী
নীল আকাশের তারা
মিটিমিটি চায়,
বৃষ্টি জলে ভর্তি ডোবায়
ব‌্যাঙেরা গ‌্যাক গ‌্যাক শব্দে
নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে
রাত্রি হবে দ্বি প্রহর
তোমার অস্থিরতা প্রকাশ পায়
অবিরত লনে চলাফেরায়
হঠাৎ পাঁড়ার নেড়ী কুর্ত্তার চিৎকার
স্তব্ধতা ভাঙ্গে
আতঙ্কে পাশের বাড়ি বাচ্চাটা
কেঁদে উঠে
তোমার চক্ষে উৎফুল্লতার রেখা স্পষ্টত
দরজার ভেজানো, স্বামীর অবর্তমানে
প্রেমিকের আগমন
তুমি আগুন নিয়ে মেতেছো
স্তব্ধতার আড়ালে।

মন্তব্য করুন