Skip to content

নির্বাসিত আদর – সুদেব ভট্টাচার্য

কিছু আলতো ঘুম
দুপুর নিঝ্ঝুম
যেসব দিন আর আসবে না |
কিছু শরীর টান
মন আনচান
হয়ত অমন ভালবাসবে না |

কিছু আড়াল স্নান
কিছু অভিমান
জড়ো হয়ে আর ভাঙবে না |
কিছু উল্টো হাওয়া
না চাওয়ার পাওয়া –
কী জিনিস মন জানবে না |

কিছু নীলচে রাত
কিছু অশ্রুপাত
স্বেচ্ছা নির্বাসন থাকবে না |
কিছু গড়িয়াহাট
কিছু মডার্ন আর্ট
কেউ কোনদিন আঁকবে না |

কিছু বইমেলা
কিছু হাসিখেলা
ডাকনামে আর ডাকবে না |
কিছু ঠাকুর দেখা
মিছে বলা শেখা
সংলাপেও আর থাকবে না |

কিছু অতীত ভোলা,
ভবিষ্যত তোলা ;
কার্নিশ থেকে নামবে না |
কিছু স্বপ্নের দিন
কিছু শিকল রঙিন
ইতিহাস হতে জানবে না |

মন্তব্য করুন