Skip to content

নিবন্ধ প্রেম – মল্লিকা রায়

নিবন্ধ প্রেম

বিদ্ধস্ত জলরাশির পাশে
উন্মুখ চেয়ে থাকি ভাসানের সুখ
ছাতহীন ভেলার তরণী
নিস্তব্ধ ,নির্বাক এক সঙ্গমের মুখে
নিরাভর মানুষ মানুষী
আর বাঁচার অসুখ ।

মুষ্ঠিতে ঢাকা যার যাবৎ অকিঞ্চণ
তোমারই তো প্রণয় আঙুল
ছেয়ে আছে পরিধির ব্যাপক স্পৃহায়
শেষবার সঙ্গমের সুখ ।

মোহনা চলেছে নিয়ে আমাদের বিপত্তির দেহ
বন্যা নিয়েছে সব চালচুলো
ঘর দোর মোহ্
তুমি ওগো শৃঙ্গ তোল ঢাকো এ অসুখ
সমাচ্ছন্ন দৃষ্টি আজ নিভেছে দুর্যোগে
দিয়ে যাও জন্মাবার প্রথম আরোপ ।।

…………………………………………………………………………..

বিদ্র: কেরালার বন্যা বিদ্ধস্ত প্রেমিক প্রেমিকর মৃত্যুর পূর্বে শেষ ও অন্তিম
আর্তনাদ।

মন্তব্য করুন