Skip to content

নিজে বাচো অন্যকে বাচাও

করোনায় আতঙ্ক নয়।
সামাজিক দূরত্ব,
আনিবে বিজয়।

সতর্কতাই এখন,
সবচেয়ে বড় ওষুধ।
যাহা সকলের কাছে,
আছে মজুদ।

সতর্কতায় বাচবে তুমি,
করোনা হবে কুপোকাত।
বাহির থেকে এসে সাবান দিয়ে,
ধৌত করিলে হাত।

বাহিরে তুমি যেওনা,
যদি একান্ত প্রয়োজন না হয়।
যদিওবা যেতে হয়,
মাস্ক ছাড়া নয়।

মাস্ক পড়েছো বলেই তুমি,
নিরাপদ কিন্তু নয়,
একজন থেকে অন্য জনের দূরত্ব,
কমপক্ষে তিন ফোট যেনো হয়।

জন সমাবেশ এড়িয়ে চলো তুমি,
সংক্রমণ এড়াতে।
ঘরে বসে মশগুল থাকো,
আল্লাহর ইবাদাতে।

তোমার ভেতর থাকে যদি,
সংশ্লিষ্ট রোগের লক্ষণ।
সরকারি হটলাইনে করলে যোগাযোগ,
সমাধান যখন তখন।

ত্রিশ লক্ষ শহীদের আত্নদানেও,
তোমার উচু ছিলো শীর।
ভুলে যেওনা তুমি ছিলে,
এক যুদ্ধজয়ী বীর।

_সমাপ্ত_

মন্তব্য করুন