Skip to content

নিকব লায় – প্রভাত মণ্ডল

  • by

এবারি আর কবিতা নিকব লাই
উটা থেকি ইবার বৈরাগ লিব
বউটো চেঁচাইছে কি ছাইপাসটো নেকছে
রাতি জেগে ঘুমটো চোখে লাই
ওরা কত কঠিন কঠিন কবিতাটো নেকে
মানে বইটোর পাতাটো লা ওলটাইলে
কেরোর বুঝার তাগদ লাই
আর তুমি বাপু এমন কবিতাটো নেকছো
গড়গড়ায়ে সবায় পরে লিছে
উর মানেটো বুঝেলিছে ঝট করি
উটা আবার কবিতা হয় লাকিগো
উদের পাড়া নেকতে লা পারিলে
নিকার দরকার কি বাপু।

মন্তব্য করুন