Skip to content

নিঃস্ব

তখন আমি ও নির্জন
মহাসাগরের ফেনাহীন ঢেউ
চাঁদ ভেসে যায় নোনা জলে
পলক হীন তাকিয়ে থাকা জলের টানে
টিমটিমে কুপি জ্বালাই অবশেষ যতটুকু কেরোসিন
তুমি ও কি পাও খানিক উত্তাপ যা শুধু মন থেকে মনে যায়
শুকনো গাছের পাতা হাওয়ায় ওড়াও
বোঝনা কেন ফিরে আসে বার বার
মায়াবী ডলফিন জলের হেলায়
আঁকড়ে ধরে জাহাজের খোল

বহুবার চেয়ে চিন্তে দু এক ফোঁটা ভোর
বাড়িয়ে দিয়েছে লোভ গোটা সকালের
লোভাতুর রাত্রি ভীড় করেছে বদলে
ফেনিল সাগরের কালো নোনা জলে

কথা ছিল এক যুগ নিশ্চুপ উপহার দেবার
মন খোলা দু চারটে প্রশ্বাস
ছুঁয়ে যায় আমার কল্পনা
একসাথে নিঃস্ব হবার আশ্বাস

1 thought on “নিঃস্ব”

মন্তব্য করুন