Skip to content

নারী

আমি ঘুরছি ঘুমের ঘোরে,
হঠাৎ চোখ মেলে খুব ভোরে।
আমি দেখছি দিনকে চেতনায়,
যা লেগে আছে নানা বেদনায়।
আমি হাটছি সে রাজপথে,
যা চলে ক্ষমতার দাপটে।
আমি ভাসছি কল্পনাতে,
যদি প্রতিবাদী হই তাতে?

আমি ইতিহাস, আমি নকশা,
আমি ভেসে ওঠা সেই ছবিটা।
আমি জাতির পিতার ভাষণখানির
৭ই মার্চের কবিতা।

আমি মুজিবুর, আমি নজরুল,
আমি জেগে ওঠা সেই তোলপাড়।
আমি আবরার, ছিল মেধা যার
কলম একমাত্র হাতিয়ার।

আমি মুক্তিযুদ্ধে সাহসিকতার
প্রমাণিত বীরশ্রেষ্ঠ।
আমি ৩৮ বছর জমে থাকা সেই
শেখ হাসিনার কষ্ট।

আমি ধর্ষিত মেয়ের নিস্তব্ধতা
ধর্ষিতা মায়ের কান্না।
আমি নির্যাতিত বহু নারীদের
অশ্রুতে ভেজা ঝর্ণা।

আমি পিঠ ঠেকে যাওয়া দেয়ালের
জনতার অগ্নিকাণ্ড।
আমি নিরানন্দ জনগণ
কবে ক্রোধ নিভে হবে শান্ত?

আজ নিশ্চুপ আছি তাই বলে কি
একেবারে হবো বন্ধ?