Skip to content

নারী – নীলুফা বেগম

নারী

কি হবে আরশোলা হয়ে বেঁচে থেকে
কি হবে মিথ্যে অভিনয় করে
ভাল থাকার ভান করে
জানালা খুলে দাও
আলো আসতে দাও
তোমার বদ্ধ ঘরের কার্পেটে
আলোকিত কার্পেটে একবার পা পড়লেই
তুমি ফিরে পাবে
যে উদ্যম তোমার হারিয়ে গেছে

তুমি সাহসী মেয়ে তুমিই পারবে
দূর করে দিতে ধর্মান্ধতা আর কুসংস্কার
ফিরিয়ে দিতে নারীর মান সম্মান
মানবতাকেই কর ধর্ম
সেটাই হোক তোমার আসল কর্ম

আজ জেগে জেগে ঘুমানোর দিন হয়েছে বাসী
উঠে দাঁড়াও নিজেকে সাজাও
দরজা খুলে বাইরে যাও
দেখতে পাবে তুমি একা নও
নেমেছে পথে হাজারো শোষিত বঞ্চিত নারীদের দল
অধিকারের দাবিতে তাঁরা আজ সোচ্চার
পারবে না দমিয়ে রাখতে কোন নচ্ছার
নিতে হবে মা দাদীর বোবা কান্নার প্রতিশোধ
জাগাতে হবে নিস্পাপ মেয়েদের অহংবোধ

ঘোমটা খুলে যোগ দাও মিছিলের সারিতে
দূর করে দাও যুগে যুগে সহ্য করা অন্যায়
অভিযোগ নিপীড়ন দাসত্ব আর অপমান
খুলে ফেল জোর করে চাপিয়ে দেয়া শৃঙ্খল
রেখো না জীর্ণ পুরনো কোন পিছুটান

আসছে সুপ্রভাত বাজছে মাদল বাজছে ঢাক
হবে জয় হবে নিশ্চয় তোমার

মন্তব্য করুন