Skip to content

নারী কোথায়

নারী কোথায়
—–প্রতিভা দে।৪/৩/২০২০//
জন্ম নেওয়ার আগে মাতৃ
জঠোরে
আর এক নারীর রক্তে যখন ভ্রূণ তখন থেকেই
তোমার ভাগ্য সমাজের
হাতে নিয়ন্ত্রিত।
তোমাকে হয়তো আলোও
দেখতে দেবে না সমাজ।
নয়তো মা ছুড়ে ফেলে
আসবে ঝোপঝাঁড়ে।
কখন কুকুর টানবে
কখনও বা অনাথ আশ্রম।
তার যদিও আলো দেখলে।
সর্বদা সতর্কতা পুরুষের
ভোগ্য হয়ে যাওয়ার ভয়।
যদি পাও জীবন আসবে
পরের ঘরে সেখানে তোমার বলতে জোর করে
বলার কিছু নেই সব দয়ার দান।
কোথাও আবার মেয়ে জন্ম
দেওয়ার অপরাধ।
কোথায় ও বেশী পন্ডিত
হ ওয়ার অপরাধ
যা ঘটেছিল খনার বেলা।
কোথাও পুরুষের অন্যনারী
আসক্তির প্রবঞ্চনা।
বাড়িতে শাশুড়ি, ননদ
তাদেরকে সমিহ করা।
কিন্তু নারী তুমি কি দিচ্ছ
মেয়ে রূপে ঘরের সৌন্দর্য্য,
মা রূপে সৃষ্টি কর্তী,
ঘরের নিরভরতা সব।
বড় করে তোলার পেছনে
মানুষ রূপে গড়ে তোলার
গর্ভে ধারণ করার থেকে।
আজ হয়তো শিক্ষা নারীকে অনেক অধিকার
দিয়েছে।
তা বলে কি তার সব বিপদ
কেটেছে নয়।
আজো নির্ভয়ার আত্মা কাঁদে বিচারের অপেক্ষায়।
কত নির্ভয়া এখন পথে
ঘাটে লাঞ্ছিত হয়।
তবে কি নারীরা এমন
জীবন নিয়ে যুগ যুগ ধরে
চলবে।
কোন দিন কি মানুষ মানুষের সজ্ঞায় আসবে না।
ভয় কি নারী জীবনের পিছু ছাড়বে না?

মন্তব্য করুন