Skip to content

নারীর কথা – অনির্বাণ

ঝড়ের মাঝে রেখে দিলাম জীবন ঠিকানা ,
মনের খাতায় রাঙামাটির রঙিলা বাহানা।

প্রথম রাতে ..
জীবন আমার দিলাম তোমার হাতে ,
শরীর টাকে দিলাম খুলে ওই অষ্টাদশীর কালে।।
সাধের পুতুলটাও গেলো পুড়ে
ওই তোমারি আব্দারে..

প্রথম রাতে বিছানাতে মিষ্টি মধুসূদন ,
রাত ফুরালেই কলঙ্কিনী, হিংস্রতার আগমন।
হালকা আদর দিয়ে আমায় ভুলাতে সারা বেলা
ঝড়ের মাঝে রেখে দিলাম জীবন ঠিকানা ||

স্বপ্ন দেখিয়ে নিলে কেরে
ভুলি কি করে?
এক নদী ব্যথা নিয়ে নৈঃশব্দের সাথে বেঁধেছি ঘর
তবু তোমার অবহেলা আঙুল তুলে বলে আমি পর।
ঝরা পাতা পরে থাকে ,
বেদুইন মনে ,
নিস্তব্ধ সারা বেলা , শান্ত বসন্তে !!

মনটা আমার আজো আছে সেই ভালোবাসায় মোড়া ,
শুধু তুমিই নেই —–
নেই কথা বলা ||

পাশাপাশি আজো আছি একটি ঘরে তে ,
শুধু ,
মনটা ভেঙ্গে চুরমার তোমার আঘাতে ..

আজকে আমি বিষ হয়েছি তোমার চোখেতে ,
থাকতাম আমি মিষ্টি হয়ে তোমার মনেতে।।

সবুজ পাতার আদর ছিলো ,
হলদে মচমচে ..
শুকনো পাতার বিছানাতে এখন আমার নাম!

ভাঙ্গতে ভাঙ্গতে হয়নি গাওয়া মাঝের দুপুরবেলা ,
আজো আছি তোমার পাশে সেদিনের ভোরবেলা।

এখন ভাবি মনে মনে ,
না যদি হতাম আমি , প্রথম রাতের সুখ ..
শেষ রাতের পাহারায় খুঁজতে —-
‘আমি কই’ ??

মন্তব্য করুন