Skip to content

নস্ট‌্যালিজম – প্রভাত মণ্ডল

  • by

জমজমাটি আসর বসিয়েছে একান্নবর্তী অন্ধকার
আপ‌্যায়নে আছে নিঃশব্দ রাত
আষাঢ়ের বৃষ্টির বেয়াদপিপনা চলছে বৈকাল থেকে
বিবর্ত ইলেকট্রিক রেগে পলায়ন করেছে
নিঝুম রাত, গালে হাত দিয়ে
গাঢ় অভেদ‌্য অন্ধকারে শূন্যে চেয়ে
উঁকি দিচ্ছে নীরব শ্রোতা নস্ট‌্যালিজম
কবিতা আর আসছে না বিধ্বস্ত মন
ভেসে উঠছে লোলুপ দৃষ্টির
কতগুলি অশরীরী আত্মার মুখে শ্লেষাত্মক হাসি
দেশমাতার বস্ত্রহরণের চেষ্টায় ব‌্যস্ত
স্বাস্থ‌্য পরিষেবা ধর্ষিত বারংবার
মানুষে জীবন নিয়ে চলছে ছিনিমিনি
কখনো ভুয়ো ডাক্তারী
কখনো বা স্বাস্থ‌্য কেন্দ্র থেকে শিশুপাচার
পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রশাসন
নিশ্চুপ প্রতিবাদহীন সমাজ
আমরা লিখছি প্রেমের কবিতা
গাঢ় অন্ধকারে অশরীরী আত্মার শ্লেষাত্মক হাসি
নস্ট‌্যালিজম মন দিচ্ছে উঁকি
এদের হোক ডট মৃত‌্যুদন্ড
ওটা ওদের নয় কি প্রাপ্তি-ই-ই-ই?

মন্তব্য করুন