Skip to content

নষ্ট কষ্টেরা —- অপর্ণা বসু

আমরা গৃহবধূ যারা এক্ত্রিত হতে পারিনা কখনো
তারা সারাক্ষণ রান্নাঘর গুছোই ব্যস্ত নাগরিকের মত
কৌটোর ফাঙ্গাস মুছি আরশোলা মারি
আঁচলে ঘাম মুছে শেষ করি প্রাত্যহিকী
কোন এক সকালে জলখাবার টেবিলে
সে ইচ্ছামত খেতে ছেয়েছিল বাসিভাত আর চিনি
আলুর চোখা তাই কাগজের মত গুজে রাখলাম
প্লাস্টিকের ঝুড়ি ভর্তি করে
তারপর টানছিলাম নাড়ির মত একটা একটা
পচে যাওয়া সব ইচ্ছে গুলো কালই ফেলে দিয়েছিলাম
ওগুলো নষ্ট হল বলে একটুও কষ্ট হয়নি আমার
টিভির সিরিালের একঘেয়ে কাহিনীর মত
পাড়ার কুকুর গুলো আজও ডেকে চলেছে।

মন্তব্য করুন