Skip to content

নবীনা -তূর্য অমিত

আজি গুন্জরিত মাধবীলতার কাননে, তোমারি সনে খেলিতে, হেলিতে দুলিছে মন নিয়া ৷
চৈত্রের ক্ষরতাপে পুড়েছি, আবার নতূন রূপে বাধিয়াছি আশা, ব্যাথা ৷
শ্রাবনের সিক্তধারায় ভিজিয়া পূর্ন হইবে কায়া ৷
এ বৈশাখে কবো কথা চুপিসারে!
অলির সনে আবিরে মাতিবে নতূন ফুলেরা ৷
গগনে, অভিসারে ক্ষনিকে মেঘেরা আসিয়া ঘর বাধিবে, দানিবে ছায়া ৷
পূর্নতা আজি জীর্নতা ভূলে ছুটিবে,
নতুন আলোর প্রথম প্রভাতে, শিউলি বকুল ঝরিবে ৷৷
তোমারই রাঙা চরনে, মোর সকল আর্তি লুটায়ে, আবারও চলিবো, আবার বলিবো, নতুন এক জনমে, আবারও তোমারে লভিতে ৷৷

মন্তব্য করুন