Skip to content

নতুন পুরাতন

অঝোরে ঝরে জলের ধারা
কুলকিনারা নাই,
কূলীর মাঝে জল জমেছে
চলরে নৌকা ভাসাই।

ছোট্টবেলার নৌকা ভাসা
জলের ভেজা দিন,
বদ্ধ ঘরে বন্দি তারা
নাইকো অন্তহীন।

রইছে পড়ে খেলাঘরের
বাসন-কোশন মেলা,
বন্দি হয়ে দিন কেটে যায়
লেখাপড়ায় ভোলা।

মগ্নতাতে ভরা জীবন
মগ্নতাতেই কাটৈ,
সুখ-দুঃখ সবই যেন
লেখাপড়ার হাতে।

খেলতে যেতে মন চায় না
দূরের কোথাও ছুটে,
যেথায় আছে পাহাড়ঘেরা
বন‍্যপ্রাণীর ভিটে।

দিক হতে ওই দিগন্তরে
রূপকথার ওই দেশে,
পরীরা সব এসে যেথায়
গল্প শোনায় হেসে।

সেই পরীরা নবীনতার
গল্প জানে না,
ঘেন্না করে বোধ হয় তাদের
কেউতো জানে না।

বনস্পতির ছত্রছায়ায়
নির্জনতায় বাসা,
নতুন করে কোন কিছুই
করে না তারা আশা।

যেমন করে দিনের শেষে
রাত্রি যেমন আসে,
তেমন করেই দিন কেটে যায়
উচ্ছ্বাস উল্লাসে।

উচ্ছ্বাসেতে ভরা জীবন
উল্লাসেতে তাই
উতলা হয়ে নতুনভাবে
গানটি গেয়ে যায়।

ধামসা-মাদোল বাদ‍্য তাদের
গম্-গম্ সেই রব,
এদিক হতে ওদিক তাদের
পুরাতনই সব।।

মন্তব্য করুন