Skip to content

নতুন দিবস

অরিত্রিক ছন্দ ৮+৬

নব সাজে নব রূপে চেয়ে আছে আমি
বিকেলে আরতি চুপে জানে অন্তর্যামী।
বসন্তের আগমনে অলি ছোটে ফুলে
প্রেমের ব্যথা ফাগুনে মনে দু দু কূলে।
ফুলের সৌরভ মনে দীর্ঘ পথে চলা
নাহি আসে সাথে ক্ষণে কি জানি কি বলা।
প্রেমের পরশ পেয়ে উড়ুউড়ু মন
সদা যায় গান গেয়ে সখী তোমা সন।

প্রেমের আগুন জ্বালে দিল পুড়ে শেষ
জীবন সুখের ফলে ভরা প্রেমে বেশ।
প্রিয়জন কাছে থাকা কি যে লাগে ভালো
জোনাকের আলো রাখা তিমিরেতে জ্বালো।

মন্তব্য করুন