Skip to content

ধোপার বাড়ি

  • by

ধোপার বাড়ি
নরেশ পাটঘরা

প্রতিদিনের দুঃখ গুলো নিংড়ে নিয়ে
যখন বারান্দায় মেলে দিয়ে আসি
ঠিক তখন ,-
একটা স্বপ্ন হলুদ বাড়ির কার্নিশ বেয়ে
নেমে এসে দাঁড়ায় আমার সামনে ।
দুখানা কাজল টানা চোখ
ভালোবাসার ইশারা করে।

কয়েক মাইল দূরে ফেলে আসি
অতীত ,ছুটতে থাকি
সুখ পাখির পায়ের নুপুর বাঁচবো বলে ।

একটা অদ্ভুত মন,
আমার মনের গভীরে সারাক্ষণ
জেগে থাকে ………আর
ভালোবাসার কথা বলে
শত আঘাত পেলেও !

তোমাকে কত দিন মনে মনে চেয়েছি ।
পাইনি। তাই বোধ হয়
আরো বেশি বেশি করে ভালবাসতে শিখেছি।

এখন আর দুঃখ গুলো নিংড়ে
মেলে দিই না বারান্দায় ,
সকাল হলেই
কান্না ভেজা দুঃখ গুলো-
পাঠিয়ে দিই ধোপার বাড়ির।
বাইরে বেশ ফুরফুরে থাকি ।
কথার পর কথা সাজাই ।
চলতে চলতে গান গাই
সময় পেলে ,অসময় কি চাবুক হাতে
দমন করি ।
কিন্তু
আমার মধ্যে যে আমি
সে প্রতিটি নিঃশ্বাস গুনতে থাকে ।
আর কাঁপতে থাকে
হলুদ বাড়িটা কখন ভেঙে
পড়বে আশঙ্কায়।

মন্তব্য করুন