Skip to content

ধিক ধিক অচীন মানব/প্রভাত মণ্ডল

ধিক ধিক শত ধিক
মানুষ জন্ম গেল বৃথা,
মান তো বেঁচা
শুরু হয়েছিল ব্রিটিশ আমলে,
আর পরে থাকা হুশটা
বেঘোরে চলে গেল বর্তমানে।
গলায় বাধা চামরে ফেটী
প্রয়োজন বোধে পা চাটতে করি না দেরি
ভয় দেখালে কুঁই কুঁই করি
আমরা করব আবার ‘আরশি মা’
তোর ন‌্যায‌্য বিচার প্রদান।
ওই টুকুই অনেক মোমবাতি জ্বালিয়ে মৌণ মিছিল,
কালো কাপড়ে বিক্ষোভ প্রদর্শন।
তারপর আছে তৃপ্ততা
ততক্ষনে অন‌্য ‘আর এক আরশির’ হবে বিসর্জন
আবার নাই হোক প্রতিবাদে হবে এক বিক্ষোভের আয়োজন,
তখন আবার শক্ত করলে গলার ফেটীর বাধন,
বলবো গলাটা ঝেড়ে ওটা বানানো অভিনয় প্রহসন।
মাফ করে দিস ‘আরশি মা’
আমরা তো মানুষ নয়,
গলার ফেটী বাঁধা প্রানী এখন।

মন্তব্য করুন