Skip to content

ধন্যবাদ তোমার ষড়যন্ত্রকারীদের

ধন্যবাদ তোমার ষড়যন্ত্রকারীদের
—এস.আই.তানভী

আমি তোমাকে চিনতাম না, কোনদিন দেখি নি,
আহ! কত সুন্দর এক মায়াবী-মাসুম চেহারা,
সাথে “তনু” (তোমার প্রিয়তমা) এবং তোমাদের
একমাত্র আদরণীয় পুত্র “ঈশান”।

ফেসবুকে তোমার প্রোফাইলটা বারবার দেখলাম-
“তুমিই প্রাণ, তুমিই পর/ বারান্দাই আমার ঘর”-
এই ছোট চরণ দুটি যেন পৃথিবীর কালো ইতিহাস।
“ফেভোরিট কোটেজ”- এ দেখলাম, জন গ্রীন এবং
অস্কার ওয়াইল্ড এর পাঁচটি বিখ্যাত বাণী,
অস্কার ওয়াইল্ড এর প্রথম কথাটাই তোমার জীবনীতে জীবন্ত;
সত্যি- তোমার মুখটাই তোমার অটোবায়োগ্রাফি।

দেখলাম, এক বীর মুক্তিযোদ্ধার সন্তানের ধৈর্য।
মনে পরে গেলো, জন আব্রাহাম লিংকনের কথা-
“আমার সন্তানের যেন অধৈর্য হবার সাহস না থাকে।”
তুমি আজ কোথায় আছো-জানো?
হাজার তরুণ-তরুণীর হৃদয়ে হৃদয়ে, সব বাংলা
প্রেমীদের কল্পনার রাজপুত্র হয়ে; যদিও ঈশানের চোখে
তুমি “দুষ্টু বাবা” আর জানি না “তনু” কী ভেবেছিলো?

তোমার ন্যায়-নীতি, সততা, উদ্যোগী মন, অদম্য সাহস,
বই পড়ার ইচ্ছে, অমানুষ কে মানুষ বানানোর প্রচেষ্টা,
চেতনাকে আমার আরো তরান্বিত করেছে, সেল্যুট।
তোমার ষড়যন্ত্রকারীরা আজ ধ্বংস, জ্বলে পুড়ে ছারখার,
তবুও তাদের “ধন্যবাদ” দিতে ভুল করছি না।
তাদের জন্যই যে, তোমাকে চিনতে পারলাম- তুমি,
বীর মুক্তিযোদ্ধার সন্তান, গাজী তারিক সালমন।
—————–
২৩/০৭/১৭ইং

মন্তব্য করুন