Skip to content

দ্বিধাদ্বন্দ্ব

আমিই তোমার কেন্দ্রবিন্দু!
আমাকেই আবর্ত করে তোমার রাত্রিদিন যাপন!
তবু কোন অজানা আশঙ্কায় আমাদের দুরত্ব
গোছেনি আজো।
আমার দৃষ্টির পথ ধরে তুমি এঁকেছো রংধনু।
আমিও সে রং-এ খেলেছি ডুব-সাঁতার।
যে পথে গেছি হেঁটে তুমিও রেখেছ পদচিহ্ণ
কোথাও তবু দুজনে ছিলাম ভিন্ন!
রহস্যময়তায় ঘেরা হৃদয়ের দোলাচলে
চেয়েছ আবার চাওনি যেন।
আমিও এগোতে গিয়ে পিছিয়েছি বহুবার
দ্বিধাদ্বন্দে কেটে গেল দুটি জীবন!

মন্তব্য করুন