Skip to content

“দোল”/-সুবীর মণ্ডল

কিংশুক ভোরে দোলের মাতন
গাছের ডালে, পাতায় পাতায়,
পলাশ শিমুল সেজেছে আজ
দোলের রঙে শাখায় শাখায়।

কোকিলের গানে ভূবন ভোলা
ঘরের বাইরে মিলন মেলা,
আয়রে তোরা আবীর নিয়ে
রঙ ঝরানো সকাল বেলা।

প্রিয়া তোমায় রাঙাবো আজ
আপন হাতে ফাগুন রঙে
হরেক রূপে দেখব আজি
আবীর মাখিয়ে অঙ্গে অঙ্গে।

প্রেমের জোয়ারে ভাসাব তোমায়
রাঙিয়ে নিয়ে রঙের খেলায়
নাচব আমি তোমার সাথে
আম মঞ্জরীর গন্ধ নেশায়।

মন্তব্য করুন