Skip to content

দেহের কারা

  • by

মনের মাঝে জেগে উঠেছে যে পথ, তা এখন শান্ত, অবসন্ন, বেদনার্ত ধূলোয় মলিন। কতকাল এ পথে হাঁটেনি কেউ, যে পথ চলে গেছে নির্জীব লোকায়ত দেহের কারায়। যে দেহে ব্যথা বন্দি, যে ব্যথার অসহ্য উপদ্রুপে নিঃসহায় দেহ, গড়ে নিয়েছে ব্যথার’ই সাথে সন্ধি। পাতানো বাঁধ কি পারবে ঠেকাতে ঝঞ্ঝা বিক্ষুব্ধের সংস্কার? প্রলয়ের তরঙ্গে যখন নামবে ঘনায়ে অন্ধকার।

মন্তব্য করুন