Skip to content

দেবতার অভিশাপ – হিমেল কবি

  • by

কহেন কবি কালিদাস-
আমি নারীর হাতে ভিরু দীপ-শিখা!
যুদ্ধের কঠিন সাজ পড়ি’বো
কেমনে কবি;কমল তুলিতে
ক্ষান্ত,হেরি কাঁটা।

কহেন কবি-
আমি যৌবন ভীতু,হে!
যাচিবো নাহি তাতে লাজ,
পল্লীবালার আচল দুলোনি
যেন মহাভয়,মহা-ত্রাস।

কহেন যদি,কবি-
কাপুরুষ আমি,তাই!
শান্তি শান্ত প্রিয় মন মোর
নাহি ধরিবো’ভিমান,
হে কবি!আমি তাই।

পুষ্পভরা বাগানে মোর-
যদি করে ছুটোছুটি;যৌবনসুধা
হে কবি-
হে রসিক!
নাহি ধরিবো ভ্রমরের বেশ।

মরমে মরমে,যদি বীণা বাজে,গো
চাদনী-শুল্ক রাতে,
নাহি জাগিবো সে রাত,প্রিয়তমাসু!
তব কহেন কবি;
আমি মানব,নহে দানব,দেবতার অভিশাপ।

মন্তব্য করুন