Skip to content

দূর্বাঘাস

একদিন দূর্বাঘাসের ওপর ভর করে আমি এসেছিলাম,
জীবনানন্দ দাশের জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলায়।
শুধু বাংলাকে নয়ন ভরে দেখার জন্য,
দূর থেকে দূরের কোনো দেশ থেকে,আমি এখানে এসেছি।
এ যাবৎ কবিতা, গল্প, নাটক, উপন্যাস পড়ে জেনেছি
বাংলা সবুজ শ্যামল প্রকৃতির কথা,
আরও জেনেছি বীরের বীরত্বের কষ্ট জর্জরিত বেদনার কথা,
তবু জানার কৌতূহলের সমাপ্তি হয়নি।

তাই পিছনে হাজারো চরণ ফেলে এসেছি,
ইতিহাস ঐতিহ্যে ঘেরা দেশে।
এত সুন্দর ঐতিহাসিক স্থাপত্য শৈলী গুলো,
যা কবিতা, গল্প, নাটক উপন্যাসের বর্ণনার থেকে অতি অতুলনীয়, আহা মনে ভরে যায়।
দূর্বাঘাসের ওপর ভর করে আসা আমার সার্থক।

রচনাকালঃ
০৭/০৫/২০২১

মন্তব্য করুন